
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করবেন বলিউড তারকা ও ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ী সুস্মিতা সেন। সেজন্য আজ ২৩শে অক্টোবর ঢাকায় এসেছেন তিনি। বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান এ তারকা। তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজনের জনসংযোগ কর্মকর্তা মাসুদ হাসান। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা সেন বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দিবেন। সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন। বিচারক হিসেবে আরো থাকবেন সংগীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টুটলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।
প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে এই আসর।