Home ব্রেকিং ঢাকা৫ আসন ভোটারদের সমর্থন চাইলেন স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন

ঢাকা৫ আসন ভোটারদের সমর্থন চাইলেন স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন

135
0
SHARE

মনোনয়ন বঞ্চিতরা প্রার্থী হলে আপত্তি নেই, বিনা ভোটে নির্বাচিত হলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা-দলীয় প্রধান শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি,  বিশিষ্ট শিক্ষানুরাগী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে থেমে নেই। নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। ব্যাপকভাবে উঠান বৈঠক, চা-চক্র ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটার ও কর্মী সমর্থকদের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক সারা।

গত শুক্রবার (৮ ডিসেম্বর)   সন্ধ্যার পর দু’টি উঠান বৈঠক, একাটি ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপশি জনসমাগম এলাকায় গণসংযোগ করেন দেওয়ান কামরুল হাসান রিপন । সন্ধ্যা ৭ টারদিকে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ে  উঠান বৈঠকে বক্তব্যে কামরুল হাসান রিপন ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবানও জানান তিনি।
কামরুল হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রার্থী হয়েছি। আগামী স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আওয়ামী লীগ সরকারের সহযাত্রী হিসেবে সংসদীয় আসন ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী)  আমাকে বিজয়ী করবেন এবং আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। তিনি আরও বলেছেন আমার মধ্যে তারুন্যতা উদ্দোমতা রয়েছে দির্ঘদিন ধরে ঢাকা ও এর আশে-পাশের এলাকার জনগণের সহিত কাজ করেছি। তৎকালিন সময়ে থেকে অদ্যবদি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছি। বর্তমান সময়ে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসছে সেসকল কর্মসূচিতে আপনাদেরকে সাথে নিয়ে অংশগ্রহণ করে আসছি। বিএনপি-জামাতের প্রতিদিন হরতালে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দেশ এবং দেশ এর মানুষকে সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আমি রাজনীতি করি এবং ভবিষ্যতেও নিজেকে এই কার্যক্রমে নিয়োজিত রাখব।

৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মঞ্জুর মোরশেদ। দনিয়া ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আবুল খায়ের । সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, গিয়াসউদ্দিন মুকুল। গোবিন্দপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি, মোঃ শ্যামল। নজরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি। প্রচার সম্পাদক, টিপু, দপ্তর সম্পাদক, রবি প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শারমিন রহমান কাকলি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ওয়াসি উদ্দিন নূরানী, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ রানা, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ঝর্না হোসেন, ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ খান, একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্ন নেতৃবৃন্দ  ।

image_pdfimage_print