
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। গতকাল বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)। নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।