

পরিক্রমা ডেস্ক : ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-এর নবীন বরণ অনুষ্ঠান আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফারিয়া ফাইয়াজ হিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব এ কে এম মনিরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাশাফাত আহসান ও আশিকুল ইসলাম রবিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে জামান ও সহ-সভাপতি তাসনিয়া নাজমী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের জন্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-এর সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সর্বজনীন শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘বুদ্ধিবৃত্তির যুদ্ধ’ শীর্ষক ব্লগ রচনা প্রতিযোগিতা এবং ‘স্কিল সার্জ ২.০’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।