
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন বই বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ছয় টিমের কাছে এই বই হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি সাজেদা বেগম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মো. আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূইয়া, দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। এছাড়া মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মোহাইমান বয়ান ও সিরাজুম মনির টিপু উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই উদ্যোগের অংশ হিসেবে মহানগর আওয়ামী লীগের গঠিত ছয়টি টিমের মাঝে বই হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা ত্যাগী, পরিক্ষিত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে বিশ্বাস করে তাদেরকে আওয়ামী লীগের সদস্য পদ দেওয়া হবে। একইসংগে যারা আগে আওয়ামী লীগের সদস্য ছিলেন তাদের নতুনভাবে নবায়ন করা হবে।