Home রাজনীতি ঢাকা দ‌ক্ষিণ ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি হ‌লেন বিপ্লব

ঢাকা দ‌ক্ষিণ ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি হ‌লেন বিপ্লব

37
0
SHARE

ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সহ-সভাপতি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ হোসেন বিপ্লব।

বালা‌দেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি মে‌হেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবা‌য়ের আহ‌মেদ স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে বিষয়টি জানা‌নো হয়।

এ বিষয়ে পারভেজ হোসেন বিপ্লব জানান, স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি, ২০১৪ সালে বিএনপি-জামায়াত জঙ্গী তৎপরতা, জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য মূলক হরতালের প্রতিবাদে মিছিল করেছি এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় রাজপথে সক্রীয় ভূমিকায় দায়িত্ব পালন করেছি।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশন নির্বাচনে ভোটকেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কামরাঙ্গীরচর থানার প্রতিটা কেন্দ্রে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি এবং নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে জয়ী করতে সর্বাত্বক চেষ্টার সাথে জয়যুক্ত করতে সক্ষম হয়েছি।

রাজনৈতিক পরিচয়, প্রথমে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরবর্তীতে আহ্বায়ক এবং পরে সভাপতি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি।

image_pdfimage_print