
আশিক সরকার : ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মারুফ। তিনি এর পূর্বে ঢাকা মহানগর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে আরাফাত হোসেন মারুফ জানায়, স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি, ২০১৪ সালে বিএনপি-জামায়াত জঙ্গী তৎপরতা, জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য মূলক হরতালের প্রতিবাদে মিছিল করেছি এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় রাজপথে সক্রীয় ভূমিকায় দায়িত্ব পালন করেছি।
২০১৫ এবং ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশন নির্বাচনে ভোটকেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলাম। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সকল থানার প্রতিটা কেন্দ্রে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে জয়ী করতে সর্বাত্বক চেষ্টার সঙ্গে জয়যুক্ত করতে সক্ষম হয়েছি।
তার গ্রামের বাড়ি ঢাকা অদূরে চাঁদপুর জেলার মতলব উত্তর। তিনি ১৩ বছর যাবত ঢাকা মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।