
ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মতলবের ইসমাইল
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের নবুরকান্দি গ্রামে বাড়ী। পিতার নাম-মোঃ অলিউল্লাহ দেওয়ান।
ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু মানবকল্যান পরিষদের নবনির্বাচিত প্রচার সম্পাদক বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু মানবকল্যান পরিষদের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায়, শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি বীর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল নিহত শহীদদের। ধন্যবাদ জানাই বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী, গনতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের চেয়ারম্যান নারগিস আক্তার নীলাকে ও সাধারন সম্পাদক আকরাম হোসেনকে এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সকল সদস্যবৃন্দ কে।
মোঃ ইসমাইল হোসেন বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর মানব কল্যান পরিষদের নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি।