Home সারা বাংলা ঢাকা মহানগর দক্ষিন বাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন- সোহাগ শাহরিয়ার সহ -সম্পাদক,...

ঢাকা মহানগর দক্ষিন বাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন- সোহাগ শাহরিয়ার সহ -সম্পাদক, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন

41
0
SHARE

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন সোহাগ শাহরিয়ার সহ -সম্পাদক at যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন। সাবেক সাংগঠনিক সম্পাদক, কদমতলী থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ,কার্যনির্বাহী সদস্য.কদমতলী থানা পুলিশিং কমিটি,ডিএমপি,সাবেক যুগ্ন-আহবায়ক. শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগ, কদমতলী থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর( দ:)।সিঃ সহ -সভাপতি বৃক্ষছায়া ফাউন্ডেশন। ।

সোহাগ শাহরিয়ার বলেন, ‘পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্ন ভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।

সোহাগ শাহরিয়ার আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে আপনারা আমার বাবা ও মা এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি, এছাড়া আমি কদমতলী বাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’

image_pdfimage_print