
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহিলা কলেজ।
মঙ্গলবার (১৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহিলা কলেজ এর গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম বাবলা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমীন মজুমদার, ঢাকা আবহানী ক্রীড়াচক্রের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসাইন জসিম।
এ সময় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের শোককে শক্তিতে রূপান্তরিত করে, আগামীর নেতৃত্ব শিক্ষার্থীদেরকেই দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী মা জননেত্রী শেখ হাসিনা এই ওয়ার্ডের ভোটার তাই সকল শিক্ষার্থীদের কে তিনি বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ মাইন উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনচারিত নিয়ে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম।