
পরিক্রমা ডেস্ক : আজ (২৬.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৪টি কোম্পানি ১০ কোটি ১৫ লক্ষ ৯৩ হাজার ১৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪১ কোটি ৮০ লক্ষ ৩৫ হাজার ৭৪০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৬.১৬ পয়েন্ট বেড়ে ৬৩৪৪.৩৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে ২২৪৯.১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬৫ পয়েন্ট বেড়ে ১৩৯৩.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, সী পাল বীচ, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, জেএমআই হসপিটাল, বিএসসি, বিডিকম অনলাইন ও এডিএন টেলিকম।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ই-জেনারেশন, নাভানা ফার্মা, সী পাল বীচ, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, জেমিনী সী ফুড, তমিজুদ্দিন টেক্সটাইল, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস ও কে এন্ড কিউ। বেক্সিমকো
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রংপুর ফাউন্ড্রী, সোনালী পেপার, ইয়াকিন পলিমার, বিবিএস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, হাক্কানী পাল্প, জেএমআই সিরিঞ্জ, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও ওয়াটা কেমিক্যাল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭৭২৭০৯২৯৭১৬.০০।