Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

35
0
SHARE

পরিক্রমা ডেস্ক: আজ (২০.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৩টি কোম্পানির ১৩ কোটি ২০ লক্ষ ৫৩ হাজার ৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৭৫ কোটি ৬২ লক্ষ ৮৭ হাজার ২৩৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.১১ পয়েন্ট বেড়ে ৬৩৯২.৩০ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে ২২৭৭.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৩ পয়েন্ট কমে ১৪০৭.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:— বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড, কেডিএস এক্সেসোরিজ, জেএমআই হসপিটাল, এডিএন টেলিকম, সোনালী পেপার ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:— নাভানা ফার্মা, এডিএন টেলিকম, ইন্দো—বাংলা ফার্মা, অরিয়ন ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, সোনালী পেপার, কোহিনুর কেমিক্যাল, সানলাইফ ইন্সু্যরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও লুব—রেফ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:— জেমিনী সী ফুড, বিডিকম অনলাইন, তমিজুদ্দীন টেক্সটাইল, পেপার প্রসেসিং, অ্যাপেক্স ফুড, বিডি ল্যাম্পস, মনোস্পুল পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, জেএমআই সিরিঞ্জ ও ইস্টার্ন হাউজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৬৯৯০৭৫৭৬৬৫৬০.০০।

image_pdfimage_print