
ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের কাজলারপাড় এলাকার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কামরুল হাসান রিপন। বুধবার বিকেল ৪ টায় এই কর্মসূচী পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
১৫ই রমজান থেকে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৫ আসনের ডেমরা যাত্রাবাড়ী এলাকায় গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে আসছেন কামরুল হাসান রিপন। বুধবার পর্যন্ত নয় হাজার পরিবারের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
স্থানীয় প্রশাসনের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে এসময় হতদরিদ্র, এতিম, প্রতিবন্দ্বী, অসহায়, মেহনতি, খেটে-খাওয়া, কর্মহীন এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন কামরুল হাসান রিপন।
ঈদ উপহার বিতরণের আগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের সার্বিক সহযোগীতায় ধারাবাহিকভাবে এই কার্যক্রম পালন করেছি।’
গত বছর ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল হাসান রিপন। তিনি বলেন, গত বছর মনোনয়ন প্রত্যাশা করেছিলাম আমি। তখনই কথা দিয়েছিলাম মনোনয়ন পাই বা না পাই আমি আপনাদের পাশে থাকবো। সেই ওয়াদা আমি রেখেছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমার সাধ্যমতো আমি আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের আহব্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য শেখ মনিরুল আলম, আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ এবং বৃহত্তর ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক গাজী সুমন। এছাড়াও মাসুদ রানা, মেহেদী হাসান স্বপন, পারভেজ হোসেন, শওকত, জানে আলম জানু, রাশেদুল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।