
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট,স এসোসিয়েশন অব হাজিগঞ্জ (ডুসাহ্) কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, মহাপরিচালক (পাওয়ার সেল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী মোহাম্মদ হোসাইন নবনির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চাঁদপুর জেলার চাঁদ মুখদের অভিনন্দন জানান এবং সামনে দর্শক সারিতে বসা ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা দর্শক সারিতে বসাদের মাঝ থেকে মেধা এবং নেতৃত্বের সুষ্ঠ বিকাশের মাধ্যমে আগামী দিনে এই স্টেজের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের আসন অলঙ্কৃত করবে, তোমাদের মেধার সুষ্ঠ বিকাশের মাধ্যমে সমাজ তথা দেশ সুসজ্জিত এবং সুগঠিত হবে, তোমরাই হবে একদিন জাতীয় নেতা এবং সরকারের বড় বড় আমলা, তোমাদের মাঝে আমি সেই মেধার বিকাশ দেখতে চাই । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা কামাল খাঁন, অধ্যাপক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, হাসানুজ্জামান লিটন সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটি,কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ,মেহেদী হাসান সহকারী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মোঃ ইব্রাহিম খলিল, উপ-পরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাবেক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট,স এসোসিয়েশন অব হাজিগঞ্জ (ডুসাহ্) এর সভাপতি আমির হোসেন(মুরাদ) এবং সঞ্চালনা করেন মোঃ শাকিল মির্জা।