Home লিড নিউজ ঢাবিতে ‘ফিজিক্স অলিম্পিয়াড’ শুরু

ঢাবিতে ‘ফিজিক্স অলিম্পিয়াড’ শুরু

38
0
SHARE

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিজিক্স অলিম্পিয়াড’ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই

অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন।

image_pdfimage_print