
পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়, সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর চৌধুরী মিলনায়তনে,”ফেসবুকে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি : সমাধান যে পথে “,শীর্ষক সেমিনার আয়োজন করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এন্ট্রি ড্রাগ ফেডারেশন সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মশিউর রহমান স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো:মুজিবুর রহমান পাটোয়ারী, পর্যটন কর্পোরেশন এর হেড অব মার্কেটিং, অনুজ মিজানুর রহমান মজুমদার। সভাপতিত্ব করেন এন্ট্রি ড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও ট্যুরিজম বোর্ডের উপদেষ্টা জনাব খবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ঢা: বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহন করেন।