Home ক্যাম্পাস খবর ঢাবি এ নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি এ নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

76
0
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রে উদ্যোগে ‘নজরুল—বিষয়ক সেমিনার’ আজ ৩০ জুলাই ২০২৩, রবিবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সভাপতিত্বে সেমিনারে ‘সওগাত ও নজরুল: সম্পর্কসূত্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন। প্রবন্ধের উপর আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান। সেমিনারে ‘নজরুলের গদ্য শব্দের দ্ব্যর্থবোধকতা’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। এ প্রবন্ধের উপর আলোচনা করেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার রহমান।
প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রথম প্রবন্ধে জাতীয় কবি নজরুল ইসলামের সাংবাদিকতা জীবন এবং দ্বিতীয় প্রবন্ধে কবির গদ্য সাহিত্যের চিত্র ফুটে উঠেছে। নজরুলের ব্যক্তি ও কর্ম জীবনের বিশালতা অত্যাধিক। তাঁর কবিতায় তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের সংগ্রাম ও মুক্তি আন্দোলন, রাজনীতি এবং অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। তিনি একজন প্রকৃত সমাজ সংস্কারক ছিলেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে সবসময় প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।

 

image_pdfimage_print