
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ, ফার্মেসী বিভাগ এবং ‘ঢাকা
ইউনিভার্সিটি ফার্মা ক্লাব’-এর যৌথ উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৯
বুধবার ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে
এক র্যালী বের করা হয়। এছাড়াও, ফার্মা অলিম্পিয়াড, পোস্টার প্রদর্শনী এবং
মোকাররম হোসেন খোন্দকার ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির
প্রতিপাদ্য ছিল দঝধভব ধহফ ঊভভবপঃরাব গবফরপরহবং ভড়ৎ অষষ’।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফার্মেসী অনুষদের ডিন
অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ‘ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ’-এর
ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, ‘ওয়ার্ল্ড হেলথ
অর্গানাইজেশন’-এর টেকনিক্যাল অফিসার মোহাম্মদ রামজি ইসমাইল এবং
‘ওয়ার্ল্ড ব্যাংক’-এর সিনিয়র হেলথ স্পেশালিষ্ট ড. আইসাতো ডায়াক (উৎ.