Home ব্রেকিং তানোরে বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক উৎসব

তানোরে বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক উৎসব

37
0
SHARE

তানোর (রাজশাহী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর তানোরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি সুশান্ত কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার সরকার, সংগীত প্রশিক্ষক আইয়ুব আলী, নৃত্য প্রশিক্ষক বনি রাণী দাস, যন্ত্র সংগীত বাদক রাসেদুল ইসলাম রাসেল প্রমুখ।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত উপজেলা শহিদ মিনার চত্বরে বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে পরিবেশন করা হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছে উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের শিল্পীরা। নাচ-গানে জমে ওঠে পুরো অনুষ্ঠানটি।

image_pdfimage_print