Home জাতীয় তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও অভিনেতা সাজু খাদেমসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতির অভিযোগে এই আদালতে মামলা হয়।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন আবু সালেহ।

অন্য আসামিরা হলেন, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, নাট্যকার মান্নান হীরা এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

উল্লেখ, বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’। নাটকটিতে ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজ। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

অন্যদিকে নাটকের শুরুতে উপস্থাপনা করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

image_pdfimage_print