Home আন্তর্জাতিক তালেবান বিরোধী বিক্ষোভে উত্তপ্ত লন্ডন

তালেবান বিরোধী বিক্ষোভে উত্তপ্ত লন্ডন

41
0
SHARE

মধ্য লন্ডনের কেন্দ্রস্থল হাইড পার্কে গতকাল শনিবার দুপুরে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রতিবাদে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। ‘তালেবানরা বদলায়নি’ লেখা এই ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের মিছিল হোয়াইট হল, ডাউনিং স্ট্রিট পার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাস ভবনের দিকে এগিয়ে যায়।

মিছিলে অনেকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেছেন। এসময় তারা আফগানিস্তানে তালেবানের দখলের বিরোধিতা করেন। অনেকের হাতে ‘আফগানদের হত্যা বন্ধ করো’, আফগান নারীদের নিপীড়ন বন্ধ করো’ স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

এদিকে, আফগানিস্তানের চলমান সঙ্কট মোকাবিলায় ব্রিটেনে সমালোচনার মুখে রয়েছেন বরিস জনসন। বিশেষ করে কাবুল থেকে ব্রিটিশ ও তাদের হয়ে কাজ করা মানুষদের বের করে নিয়ে আনার বিষয়ে তিনি সমালোচিত হচ্ছেন।

অন্যদিকে, কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে শরিয়া আইনের অধীনে নারীদের অধিকার নিশ্চিত করা এবং বিদেশি ও আগের সরকারের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

image_pdfimage_print