Home ব্রেকিং ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির জরুরী স্বাস্থ্য সামগ্রী ও অটিস্টিকদের জন্য শিক্ষা...

ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির জরুরী স্বাস্থ্য সামগ্রী ও অটিস্টিকদের জন্য শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

37
0
SHARE

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৮১ সালের ১৭ মে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা জাতির স্বপ্নের দিশারী দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশক বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বিদ্যমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় মানবিক কল্যাণে উদযাপন করছে। এপ্রেক্ষিতে অদ্য ১৯মে ২০২১ বুধবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জনাব আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জনাব পারভীন জামান কল্পনা, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. খলিলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ কামাল। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন বিএফইউজে’র সাবেক সভাপতি সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ডিএনসিসি কোভিড হাসপাতালে ১টি করে হাই-ফ্লো নজেল ক্যানোলা ও উন্নতমানের সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার এন্ড অটিজমকে অক্সিজেন কনসেনট্রেটর, হুইল চেয়ার, ব্লাড প্রেসার মেশিন, ট্রাই সাইকেল, উন্নতমানের মাস্ক, প্রতিবন্ধী সংগঠনসমুহের মধ্যে চাইল্ড এন্ড মাদার কেয়ার, অধির বাংলা ফাউন্ডেশন, ডিজিটাল প্লাস ফাউন্ডেশন এর মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

উপ-কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আখলাকুর রহমান মাইনু, ডা. হেদায়াতুল ইসলাম বাদল, ড. মোয়াজ্জেম হোসেন মাতাব্বুর আমিনুল, মোঃ আরিফ উল্লাহ সরকার, মো. খলিলুর রহমান, হাসিবুর রহমান বিজন, মো. হারুন অর রশীদ, শাহ আলমগীর, নারায়ন দেবনাথ, মো. জসিমউদ্দিন চৌধুরী, কৃষিবিদ দীপক কুমার বনিক, ডা. শেখ ফয়েজ আহমেদ, নুরুননবী ভুইয়া কামাল, মো. মাহবুব রশীদ, মো. মিজানুর রহমান, আব্দুল বারেক, আমিনুল ইসলাম খান আবু, ডা. পবিত্র দেবনাথ, আকাশ জয়ন্ত গোপ, শাহ আলমগীর, অরিন্দম হালদার, অধ্যাপক রফিকুল ইসলাম, পল্লব কুমার সিংহ, রফিকুল ইসলাম রনি, নুরুল হক সজীব, মো. ফারুকুজ্জামান, ইদ্রিছ আহমেদ মল্লিক, খালিদ হোসাইন খান বিপু, ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, মোহাম্মদ আলী খান রিপন, সাইফুল ইসলাম সাইফ, দেবাশীষ আইচ, আমরা ঢাকা বাসীর সভাপতি জনাব শুকুর সালেক প্রমুখ।

image_pdfimage_print