
আশিক সরকার : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছে কেন্দ্রের কাছে। ১৪ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় দফতরে জমা দেয়া হয় এই কমিটি। প্রস্তাবিত কমিটিতে যারা রয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের এমপি , সহ-সভাপতি হিসেবে সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন, খন্দকার এনায়েত উল্লাহর নাম রয়েছে। এছাড়া ১১ জন সহ-সভাপতির মধ্যে আরও আছেন ডাক্তার দিলীপ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, মেজবাউর রহমান ভূইয়া রতন, সাজেদা বেগম, আব্দুস সাত্তার মাসুদ প্রমুখ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ কামাল, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন এবং যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির নাম প্রস্তাব করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নাম রয়েছে।
এছাড়া প্রস্তাবিত কমিটিতে সম্পাদকীয় পদে স্থান পেয়েছেন এডভোকেট জগলু, আব্দুর রহমান, আশিকুর রহমান লাভলু, শেখ মোহাম্মদ আজহার, নাঈম নোমান, এফ এম শরিফুল ইসলাম, এডভোকেট তাহমিনা সুলতানা, জামাল হোসেন, আনিস আহমেদ, নাসির হোসেন, আবুল কালাম আজাদ, এস কে বাদল রায়, নজরুল ইসলাম।
দপ্তর, সহ-দপ্তর, প্রচার ও সহ-প্রচার পদে সাবেক ছাত্রলীগের ৪ নেতার নাম প্রস্তাব করা হয়েছে। তারা হচ্ছেন রিয়াজ উদ্দিন, আরিফুর রহমান রাসেল, চৌধুরী সাইফুন্নবী সাগর এবং আসাদুজ্জামান আসাদ।
৩৬টি সদস্য পদে হাজী মোহাম্মদ সেলিম এমপি, শাহাবুদ্দিন শাহা, দীপু চৌধুরী, এ এস এম শহিদুল ইসলাম মিলন, গোলাম রাব্বানী বাবলু, সালাউদ্দিন বাদল, সাইফুল ইসলাম (মাসুদ সেরনিয়াবাত), মুজিবুর রহমান, জসিম উদ্দিন খান আজম, শাহজাহান ভূইয়া মাখন, আইয়ুব আলী খান, দেওয়ান গাফফার আহমেদ রাজিব, রাকিব হাসান সোহেল, মুকুল, মুক্ত, ওবায়েদ, সারোয়ার হোসেন লিপু, তরিকুল, শামীম প্রমুখের নাম রয়েছে।
প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে কাউন্সিলরদের রাখা না রাখা নিয়ে বিতর্ক থাকায় পূর্বের কমিটির কাউন্সিলরসহ নতুন কয়েকজন কাউন্সিলরকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হচ্ছেন কাউন্সিলর আবুল বাশার, ওমর বিন আজিজ তামিম, মামুনুর রশিদ শুভ্র, সৈয়দ রোকসানা ইসলাম চামেলী, শরিফুল ইসলাম দিলু, আসাদুজ্জামান আসাদ, মারুফ আহমেদ মনসুর, ফরিদ উদ্দিন আহমেদ রতন, আনিসুর রহমান, মকবুল হোসেন।
গত বছরের ৩০ নভেম্বর সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বের পরিবর্তন আসে। এতে সভাপতি হন আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক করা হয় হুমায়ুন কবিরকে। সম্মেলনের ১৫-২০ দিন পর কমিটি করার কথা থাকলেও সিটি নির্বাচনের ব্যস্ততায় পিছিয়ে পড়ে পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম। এরপর করোনায়ও আরেক ধাপ পিছিয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম।
সম্মেলনের ১০ মাস পর দলীয় হাইকমান্ডের নির্দেশনায়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দক্ষিণ আওয়ামী লীগ।