
বিশ্বকাপের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়।
এবারের আসরে জাতীয় দলের সিনিয়র প্লেয়ার থেকে শুরু করে সবাইকে দলে পায় ক্লাবগুলো। ডিপিএলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ একটি আসর কাটিয়েছেন তামিম ইকবাল। দলের খেলা ও লিগের লড়াই উপভোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই লিখেছেন তামিম। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় অনেক সময়ই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা হয়ে ওঠে না আমাদের। এবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলে খুব উপভোগ করেছি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আমার সময়টা দারুণ কেটেছে।’
টুর্নামেন্টের শেষের দিকে এসে ইনজুরিতে পড়েন তামিম। এসময় দলের বাইরে চলে যান তিনি। এ নিয়ে তামিম আরও লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে আমি সুপার লিগে খেলতে পারিনি। তবে মাঠের বাইরে থেকেও আমার দলের খেলা ও লিগের লড়াই উপভোগ করেছি। যদিও শেষ পর্যন্ত আমরা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারিনি, তারপরও আমরা শেষ ম্যাচ পর্যন্ত ট্রফির লড়াইয়ে ছিলাম, এই কৃতিত্ব আমাদের দলের সবার। প্রাইম ব্যাংকের হয়ে আনন্দময় সময় কেটেছে আমার। আশা করি, চমৎকার ব্যবস্থাপনার ও দারুণ গোছানো এই দলটি পরেরবার আরেকধাপ এগিয়ে যাবে।’