Home জাতীয় দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি অবহেলিত প্রাথমিক বিদ্যালয়

দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি অবহেলিত প্রাথমিক বিদ্যালয়

188
0
SHARE

পরিক্রমা ডেস্ক : দেবিদ্বার উপজেলা কুমিল্লা ১৬২ নং দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি অবহেলিত সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে মোট ১৩৬ জন শিক্ষার্থী লেখাপড়া করে। প্রতিদিন গড়ে ৯০% শিক্ষার্থী উপস্থিত থাকে। দাড়িয়াপুর একই বংশের পরিবার হতে আনসার আলী, রৌশন আলী, সোন্দর আলী, সাদত আলী, আব্দুল বারেক, জয়নাল আবদিন সহ আরো কয়েকজন মিলে তাদের পৌত্রিক সম্পত্বি হতে ৩৩ শতাংশ জমি এই বিদ্যালয়ের জন্য দান করেন। এই দানকৃত জমিতে সরকারী প্রাথমিক বিদ্যালটি গড়ে উঠে। মূল্যবান এই ৩৩ শতংশ জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা হলেও দেবিদ্বার উপজেলায় সবচাইতে অবহেলিত সরকারী প্রাথমিক বিদ্যালয় এটি। দাড়িয়াপুর সরকারী প্রথমিক বিদ্যালয় এই যাবত কালে বিগত সংসদ সদস্য,থানা ও জেলা শিক্ষা অফিস্, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় কাহারো মনোযোগ পরেনি এই বিদ্যালয়ের প্রতি। বিদ্যালয়ের চতুর্দিকে নিরাপত্তা বাউন্ডাড়ী না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে অন্যদিকে জমির কিছু অংশ বেহাত হয়েছে সীমানা বাউন্ডাড়ী না থাকায়। এলাকার কয়েকজন অবিভাবকের সাথে আমাদের প্রতিনিধি কথা বলেছেন। অবিভাবকগন জানান যে, এই স্কুলে কোন ভবন নাই, নিরাপত্তা বাউন্ডাড়ী নাই তাই আমরা আমাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করাই না। আমাদের প্রতিনিধি প্রশ্ন করেন ভবন এবং বাউন্ডড়ী হলে আপনারা সন্তানদের ভর্তি করাবেন? তাহারা বলেন হ্যা ভবন এবং বাউন্ডারী হলে আমরা সকলে আমাদের সন্তানদের ভর্তি করাব তখন শিক্ষর্থীর সংক্ষা বৃদ্ধি পাবে। বর্তমানে জরাজীর্ণ দুইটি টিনের ঘরে কোন রকমে পাঠ দান কারাচ্ছেন। বৃষ্টি সময় ঘবের ভিতর বৃষ্টির পানি পরে তখন পাঠদানে বিগ্নঘটে। ৬ জন শিক্ষিকা পাঠ দানের কাজ চালিয়ে যাচ্ছেন। দাড়িয়াপুর, গুবিন্দপুর,রামপুর,আছাদ নগর, দোতলা সহ পাশ^র্বতীর্ গ্রামের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাগ্রহন করছে। 

একটি পাকা ভবন ও নিারপত্তা বাউন্ডাড়ী হলে বহুলাংশে শিক্ষার্থী বৃদ্ধি পাবে বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।

এই অবহেলিত বিদ্যালয়কে একটি স্বনামধন্য বিদ্যালয়ে রুপান্তরিত করার জন্য জরুরী ভিত্তিতে একটি পাকা ভবন নিমার্ণ ও নিরাপত্তা বাউন্ডাড়ী করা জরুরী বলে জমি দাতার ওয়ারিশগন মন্তব্য করে বর্তমান সংসদ সদস্য জনাব আবু কালাম আজাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

 

image_pdfimage_print