
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ১১ দফা দাবিতে এবার রাজপথে নামলো পাটকল শ্রমিকদের সন্তানরা। আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। দাবি আদায়ে আজ প্রথমবারের মতো রাজপথে নেমেছে খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের সন্তানরা।
জানা গেছে, তীব্র শীতকে উপেক্ষা করে বাবারা যখন দাবি আদায়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তখন ঘরে বসে থাকতে পারেনি তারা। সকালেই সন্তানদের নিয়ে রাস্তায় নেমে মিছিল করে পাটকল শ্রমিকরা। এসময় তারা ‘আমি শ্রমিকের সন্তান, আমার বাবা না খেয়ে মরতে বসেছে, আমার বাবাকে বাঁচাও’ বলে শ্লোগান দেয়।
উল্লেখ্য, গত ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হলেও তাতে কোনো সুফল পায়নি পাটকল শ্রমিকরা। সর্বশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন ২৯ ডিসেম্বর দুপুর থেকে আবারও অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা।