
সাপ্তাহিক দিগন্তধারা পত্রিকার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো দিগন্তধারা সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বাংলা একাডেমির সভাপতি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উপদেষ্টা, সাপ্তাহিক দিগন্তধারা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আমীন, শুবাচ (শুদ্ধ বানান চর্চা) এর সভাপতি এবং সাপ্তাহিক দিগন্তধারা’র প্রধান উপদেষ্টা। বিশেষ আলোচক ছিলেন আবু সাঈদ খান, জেষ্ঠ সাংবাদিক ও উপদেষ্টা সম্পাদক, দৈনিক সমকাল। উদ্বোধক ছিলেন মো: সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, ঢাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ, যেমন মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ; প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড; তানিয়া খান, মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি; এবং সাঈদ হাসান মিন্টু, শিক্ষানুরাগী ও সমাজসেবক। এছাড়া আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গুণীজনরা।
মূল পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বর্তমান বাংলাদেশে সমৃদ্ধি ও উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার কিছু দিকনির্দেশনা দিয়েছেন।
ড. মোহাম্মদ আমীন অনুষ্ঠানে বলেন, “এ ধরনের আয়োজন সামাজিক উন্নয়নে সহায়ক হবে এবং বই পড়ার মাধ্যমে মানুষ সচেতন ও সমৃদ্ধ হতে পারে।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট লেখক, কবি, গবেষক, এবং সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কৃতদের মধ্যে রয়েছেন:
ড. মোহাম্মদ আলী খান (বাংলা ভাষা ও সাহিত্যে)
আজিজার রহমান মোল্যা (প্রবন্ধে)
সুধাংশু শেখর বিশ্বাস (উপন্যাসে)
ওয়াহিদা বানু স্বপ্না (শিশুতোষ সাহিত্যে)
রাশেদ আহাম্মেদ সাদী (ছন্দ ছড়াকার)
জান্নাত তায়েবা (কবিতায়)
আতাউর রহমান কানন (বাংলা উপন্যাসে)
মফিজ ইমাম মিলন (গবেষণায়)
এম আতিয়ার জামান (সাহিত্য ও সংস্কৃতি সংগঠক)
মোহাম্মদ শেখ কাদির (কবিতা ও ছড়াকার)
শেখ আজিজুল ইসলাম (প্রকাশনায়)
মো: ফয়সাল আহমেদ (শিক্ষকতায়)
হাসমত উল্লাহ নবী (রিবেশবিদ ও সমাজসেবায়)
এ্যাডভোকেট মো: আলমগীর (সাহিত্য ও আইন পেশায়)
মো: আনোয়ার হোসেন (শিক্ষায়)
আবু হানিফ (স্বাস্থ্য ও চিকিৎসায়)
মোহাম্মদ আলমগীর কবির (সমাজসেবায়)
মো: আব্দুর রহমান (চিকিৎসা সেবায়)
মুহাম্মদ শাহজালাল খান (শিক্ষা অঙ্গনে)
সৈয়দ কামরুল হাসান সোহেল (বধির সংগঠক হিসেবে)।
পত্রিকার প্রধান সম্পাদক তানভীর রাজা চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে সাহিত্য এবং সংস্কৃতির প্রসারে দিগন্তধারার অবদান তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী সম্পাদক শাহাজাদা শামস ইবনে শফিক।
এই অনুষ্ঠানটি সাহিত্য ও সংস্কৃতির প্রতি বাংলাদেশের জনগণের অবদানকে সম্মানিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।