Home জাতীয় দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

দুবাই থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে বিশেষ ফ্লাইটটি।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। সেদেশ থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ এবং দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা ছিলেন অনেক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তাঁরা। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় দুবাই থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

image_pdfimage_print