
নিজস্ব প্রতিনিধি:-
বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে দেশ বাসীকে নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন ধানমন্ডি থানা আওয়ামী লীগ এর সাবেক সফল সাংগঠনিক নাসিরুল হাসান সজীব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ,বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি।