Home ব্রেকিং দেশের সকল নাগরিকের স্বাস্থসেবা নিশ্চিতে কাজ করছে সরকার…….এড.নুরুল আমিন রুহুল এমপি

দেশের সকল নাগরিকের স্বাস্থসেবা নিশ্চিতে কাজ করছে সরকার…….এড.নুরুল আমিন রুহুল এমপি

39
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ  

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সকল চিকিৎসক, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তি ও হাসপাতালের কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটরিয়ামে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সব নাগরিকের স্বাস্থ সেবা নিশ্চিত কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেলথ্ সিস্টেম স্পেশালিষ্ট ইউএন‌এফপিএ  ডাঃ দেওয়ান মোহাম্মদ এমদাদুল হক, চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান বেপারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ, তা, ম বোরহান উদ্দিন।

বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার মতলব প্রতিনিধি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, ঢাকার শাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমূখ।

image_pdfimage_print