Home জাতীয় দেশে ফিরেই শেখ সেলিমকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

দেশে ফিরেই শেখ সেলিমকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

34
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ব্রুনাইয়ে তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন বুধবার রাতে।

সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শেখ সেলিমের একমাত্র মেয়ের বড় ছেলে জায়ান চৌধুরী নিহত হয়।

হামলার দিন প্রধানমন্ত্রী ব্রুনাইয়ে বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় শেখ সেলিমের একমাত্র মেয়ে সোনিয়া চৌধুরীর জামাতা মশিউল হক চৌধুরী এবং জায়ান চৌধুরী নিখোঁজ বলে জানিয়েছিলেন।

এরপর জায়ান চৌধুরীর মৃত্যুর খবর পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ সেলিম জামাতার শারীরিক অবস্থার কথা তুলে ধরে মঙ্গলবার সকালে বলেন, মশিউলের শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।

ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হৃদ্যতাপূর্ণ এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ সংক্রান্ত ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়।

image_pdfimage_print