Home ব্রেকিং দোহারের বন্যাতর্দের মাঝে এাণ বিতরণ করলেন যুবলীগের সাধারন সম্পাদক নিখিল

দোহারের বন্যাতর্দের মাঝে এাণ বিতরণ করলেন যুবলীগের সাধারন সম্পাদক নিখিল

58
0
SHARE

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঢাকা জেলা দোহারের বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ।এই সময়ে উপস্হিত ছিলেন মাহবুবর রহমান , সাধারন সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ , চেয়ারম্যান – জেলা পরিষদ । মো: আলমগীর হোসেন , দোহার উপজেলার চেয়ারম্যান , যুগ্ন সাধারন সম্পাদক দোহার উপজেলা আওয়ামীলীগ । ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল , সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা , ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু , সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান সহ কেন্দ্রীয় , মহানগর , ঢাকা জেলা যুবলীগের নেতৃবৃন্দ ।

 

image_pdfimage_print