Home ব্রেকিং ধর্ষকের সঙ্গেই বিয়ে হলো শিক্ষার্থীর

ধর্ষকের সঙ্গেই বিয়ে হলো শিক্ষার্থীর

36
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ধর্ষকের সাথেই বিয়ে হলো স্কুলছাত্রীর। নারায়ণগঞ্জ আদালতে আইনজীবীদের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

নারায়ণগঞ্জ আদালতের জিআরও শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন ধর্ষণ মামলার আসামি কারারক্ষী মৃদুলকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চান। পরে দুইপক্ষের আইনজীবীদের মধ্যস্থতায় ধর্ষিতাকে আসামি কারারক্ষী মৃদুল বিয়ে করবে শর্তে রিমান্ড বাতিল করেন আদালত। মৃদুল বিয়ের সময় ধর্ষিতা স্কুলশিক্ষার্থীর নামে ৮শতাংশ জমিও লিখে দেয়।

গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মৃদুলকে গ্রেফতার করে রূপগঞ্জ থানার পুলিশ। সে কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

এর আগে গত শনিবার রাতে রূপগঞ্জের ছাতিয়ান এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী। এ ঘটনায় কারারক্ষী মৃদুলসহ আরো দুই জনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা।

image_pdfimage_print