
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় তারকা ক্রিকেটর ধোনি নেই। টেস্ট তিনি এমননি খেলেন না। তবে টি-২০ দিয়ে শুরু হওয়া সিরিজেও রাখা হয়নি তাকে। তবে এটা কোন ব্যাপার নয় বলে মনে করেন কপিল দেব। তার মতে, বিরাট কোহলি বড় ব্যাটসম্যান। বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে তিনি। তবে একজন সম্পূর্ণ ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনি তার থেকে অনেক এগিয়ে।
ভারতের ৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, ভারত এখন পর্যন্ত যে কিংবদন্তী ক্রিকেটারদের জন্ম দিয়েছে তাদের মধ্যে ধোনি শ্রেষ্ঠ এবং মহান, এমনটাই মত কপিল দেবের।
বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক এই অধিনায়কের ভাষ্যে, ‘মহেন্দ্র সিং ধোনি মহান ক্রিকেটার। ৯০ টেস্ট খেলার পরই নিজের জায়গা ছেড়ে দিয়ে তরুণদের সুযোগ করে দিয়েছেন। ও সবসময়ই দেশকে নিজের আগে রেখেছে। ধোনি যেটা করেছে তার জন্য ওকে কুর্ণিশ।’
২০১৪ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীনই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন ধোনি। সংবাদ সম্মেলনও করেননি। শুধুমাত্র দল আর ম্যানেজমেন্টকে জানান যে তিনি আর টেস্ট খেলবেন না। এরপর বিসিসিআই জানিয়েছিল, টেস্ট থেকে অবসর নিচ্ছেন ভারতের সবথেকে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু’টি বিশ্বকাপ সহ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছেন।