Home জাতীয় নতুন সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

২১তম জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে গঠন করা হয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি। নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে শনিবার জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি।

নির্বাচন এলেই বিএনপির অভিযোগ শুরু হয় উল্লেখ করে ইভিএম পদ্ধতির পক্ষে মত দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াকে নতুন কমিটির চ্যালেঞ্জ বলেছেন তিনি। জানান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করতে যে সাতটি পদ খালি আছে তাদের নামও শিগগিরই ঘোষণা করা হবে।

image_pdfimage_print