
চাঁদপুর জেলার পদ্মা-মেঘনার অংশে ভাঙন রোধসহ নদীর সম্পদ রক্ষায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এক প্রতিবেদন পাঠিয়েছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ভূমি মন্ত্রণালয়।
বিষয়টি তদন্ত করে সুপারিশসহ মতামত দিতে এ কমিটি গঠন করে বুধবার (২ মার্চ) ভূমি মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, চাঁদপুর জেলার পদ্মা-মেঘনার অংশে নদীর নাব্য, ইলিশের অভয়াশ্রম রক্ষা, ভাঙন রোধসহ নদীর সম্পদ রক্ষায় গত ২৮ ফেব্রুয়ারি চাঁদপুরের জেলা প্রশাসক এক প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয়টি তদন্ত করে মতামত/সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (খাসজমি) জহুরুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (আইন-২) আবুল কালাম তালুকদার, উপসচিব (অধিগ্রহণ-১) কবির মাহমুদ এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে মতামত/সুপারিশ প্রণয়ন করে প্রতিবেদন উপস্থাপন করবে। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (সায়রাত) কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।