Home জাতীয় নভেম্বরে শুরু হতে পারে এইচএসসি

নভেম্বরে শুরু হতে পারে এইচএসসি

39
0
SHARE

পিছিয়ে যাচ্ছে এ বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষাও। আগামী নভেম্বরের শুরুর দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেন তিনি। এসময় এইচএসএসি নিয়ে এ আশা প্রকাশ করেন মন্ত্রী।

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

image_pdfimage_print