
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান এবং বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষার বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখছে। বর্তমান যুগের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পবিত্র কুমার সরকার, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মরিয়ম আকতার, এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানের পর সোনাডাঙ্গাস্থ বিশ্ববিদ্যালয় ভবন-১ থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শেখপাড়াস্থ ভবন-২ পর্যন্ত চলে। র্যালীতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনার বিভিন্ন স্তরের সূধীজন অংশগ্রহণ করেন।
বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ উদযাপনটি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষা ও সামাজিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়েছে।