Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

36
0
SHARE

পরিক্রমা ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১০ এপ্রিল বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় এবং জাতির উন্নতির জন্য প্রার্থনা করেন।

অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জুরাইন মাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাসুদ রিজভি। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদি। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।

image_pdfimage_print