Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য ন্যাসপা সিমুলেশন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য ন্যাসপা সিমুলেশন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

199
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ২৪ ফেব্রুয়ারি (শনিবার), ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সটিটিউট অফ পলিসি এবং গভর্নেন্স (এসআইপিজি) শিক্ষার্থীদের ২০২৪ ন্যাসপা সিমুলেশন প্রতিযোগিতার আয়োজন করে। তৃতীয় বারের মতো, এ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসআইপিজি, ডিএমএস একাডেমি এবং দ্যা নেটওয়ার্ক স্কুল অফ পাবলিক পলিসি, অ্যাফেয়ার, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ন্যাসপা) এর সমন্বয়ে সিমুলেশন প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এবছরের প্রতিযোগীতায় বিশ্বব্যাপী ছাত্রদের একটি ভার্চুয়াল সাইট এবং ১২টি গ্লোবাল হোস্ট সাইট, যেমন বাংলাদেশ, মিশর, ব্রাজিল, হাঙ্গেরি, নেব্রাস্কা, টেক্সাস, মিশিগান এর সংযোগ ঘটায়। বাংলাদেশ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সিমুলেশন প্রতিযোগিতাটি জোরপূর্বক অভিবাসন রোধে কম্পিউটার ভিত্তিক সিমুলেটেড গেমপ্লের মাধ্যমে নীতিমালা তৈরি নিয়ে কাজ করে। এই সিমুলেশনটি ডিএমএস একাডেমির বিশেষজ্ঞদের দ্বারা তৈরি এবং উন্নত করা হয়েছে যা, বাস্তবধর্মী তথ্য ব্যবহার করে শিক্ষার্থীদের স্বল্পসময়ে ও দ্রুত পরিবেশে জটিল পলিসি বিষয়গুলি সমাধান করতে বলে।

পাবলিক পলিসির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি, ‘হোস্ট নেশনস: অ্যা রিফিউজি সিমুলেশন’ হল একটি ওয়েব-ভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষার উপলক্ষ্য। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং এটিজি প্রতিনিধি ভূমিকায় শিক্ষার্থীরা দলগতভাবে শরণার্থী প্রবাহ পরিচালনা করে। প্রতিটি খেলোয়াড়ের দায়িত্বে একটি পলিসি পোর্টফোলিও ছিল, যা তাদের নিজদেশ ও অন্যান্য দেশেকেও প্রভাবিত করত।

প্রতিযোগীতাটি অংশগ্রহণকারীদের মানবাধিকার, সংহতি, এবং জিডিপি বৃদ্ধির সাথে স্বল্প বাজেট ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার সাথে সমন্বয় করার কাজ দেয়। প্রতিযোগী দলগুলি সিমুলেশন স্কোর, আলোচনার দক্ষতা, এবং তাদের নীতিমালা বিচারকদের কাছে প্রদর্শন করা নিয়ে মূল্যায়ন করা হয়।

ন্যাসপা গ্লোবাল নেটওয়ার্কের হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর পলিসি বা নীতিনির্ধারণের বিভিন্ন দিক এই প্রতিযোগীতার মাধ্যমে পর্যালোচনা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ন্যাসপা ক্লাসরুম ও ইউএসআইডিতে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন নীতিমালা শেখাতে ও শিক্ষার্থীদের চিন্তার দক্ষতা বাড়াতে এই হোস্ট ন্যাশন সিমুলেশন কাজে লাগানো হয়।

image_pdfimage_print