Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটির...

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটির মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর

40
0
SHARE

পরিক্রমা ডেস্ক : সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। এ উদ্দেশ্যে বিএসএমআরএএইউ হতে উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ১৮ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও তার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে।

এভিয়েশন এবং অ্যারোস্পেস এর ক্ষেত্রে বিএসএমআরএএইউ বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এনএসইউ বাংলাদেশের প্রথম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে বিএসএমআরএএইউ এবং এনএসইউ যৌথ গবেষণা সহযোগিতা, একাডেমিক কোর্সের পাঠদান এবং অন্যান্য একাডেমিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যস্থির করে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই দলের মধ্যে যৌথ আলোচনা অনুষ্ঠিত হয়।

এনএসইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন, বিএসএমআরএএইউ এর উপ-উপাচার্য এয়ার কমডোর মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া, বিএসএমআরএএইউ এর বিশিষ্ট বিশেষজ্ঞ এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) মাহমুদ হোসেন এবং অন্যান্য প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।

image_pdfimage_print