Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

58
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা ও একাডেমিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ১৩ জানুয়ারী ২০২৩ এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশিস কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে, বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে গবেষণা, একাডেমিক কোর্সের পাঠদান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে।

এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে অভিমত ব্যক্ত করেন অধ্যাপক আতিকুল ইসলাম।

এরপর, অধ্যাপক আতিকুল ইসলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “দক্ষিণ এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি” শীর্ষক এক সেমিনারে বক্তব্য প্রদান করেন।

image_pdfimage_print