
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬৩নং নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিন অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ এবং শীতের পোশাক।
রোববার (১ জানুয়ারি) দুপুরে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাজেদুল হক সুবে চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আহছানুজ্জামান, মো. হানিফ মিয়া এবং মো. অলিউল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন ও দশানী মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরুজ্জামান।
অনুষ্ঠানে পাঠ্যবই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতের পোশাক বিতরণ করা হয়।
এ সময় সাজেদুল হোসেন চৌধুরী দিপু উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে নববর্ষের কেক তুলে দেন।