
আশিক সরকার : পৌষের শীতে নগর জীবন বিপর্যস্ত হলেও ভোটের মাঠে উষ্ণতা ছড়াচ্ছেন ঢাকার দুই সিটি নির্বাচনের প্রার্থীরা। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকেই সমাবেশ আর পথসভায় অংশ নেন আওয়ামী লীগ প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন মানুষের কাছে। এদিকে, নির্বাচন সামনে রেখে আলোচনা করতে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। পরে ব্রিফিংয়ে সিইসি নুরুল হুদা জানান, নির্বাচন সমন্বয়ের কাজ করতে পারবেন না সরকারদলীয় সংসদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন শনিবার সকালে সমর্থকদের নিয়ে ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনী বৈঠক চলাকালে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পুরান ঢাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তাপস।
তিনি বলেন, এই প্রাণের ঢাকাকে গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রত্যয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলব।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভা করেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরেন নানা প্রতিশ্রুতি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মিরপুরের শাহ আলী মাজারে দোয়া পাঠের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। পরে, মিরপুরের বিভিন্ন এলাকায় সমর্থকদের সাথে নিয়ে পথসভা করেন তিনি।