
নারায়ণগঞ্জের রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড পুলিশ বক্সের পাশ থেকে প্রথমে একজনের লাশ (৫৫) উদ্ধার করা হয়। অপরদিকে সানারপাড় পিডিকে পাম্প এলাকার রাস্তা থেকে আরেক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি- ওই দুই বৃদ্ধকে ৭-৮ দিন ধরে শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের নাম-পরিচয় জানতে চেষ্টা চলছে।
করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।