Home ব্রেকিং নারীদেরকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়……. এড.নুরুল আমিন রুহুল...

নারীদেরকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়……. এড.নুরুল আমিন রুহুল এমপি

34
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১সেপ্টেম্বর সোমবার সকালে মতলব উত্তর উপজেলা সভাকক্ষে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যাগে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু এ দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট একটি কুচক্রি মহল তাঁকে স্বপরিবারে হত্যা করে দেশকে  অনেক পিছিয়ে দিয়েছে। তাই এই দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন। মনে রাখতে হবে, নারীদেরকে বাদদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসুন আমরা সকলে একসাথে কাজ করি।

মতলবের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করছেন, তাই আমি আপনাদের কাছে ঋনি হয়ে আছি। তাই মতলবকে আধুনিক মতলব হিসাবে গড়ে তুলতে আপনাদের দোয়ানিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে এবং উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক তাছলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, ঢাকার শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার আলাউদ্দিন, যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, সহ-সভাপতি ইয়ার হোসেন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড.মহসীন মিয়া মানিক, ছেংগারচর মহিলালীগের নেত্রী নার্গিস আক্তার, উপজেলা যুবমহিলালীগের যুগ্মসম্পাদক জাহানারা আক্তার, মহিলালীগের নেত্রী শিউলী আক্তার, মুক্তা আক্তার, তাছলিমা আক্তার নিপা, শিল্পী আক্তার, হাসনা প্রধান, লাভলী আক্তার, আসমা আক্তার, নাজমা আক্তার, পারভীন আক্তার প্রমূখ।

image_pdfimage_print