
শামসুজ্জামান ডলার: মতলব উত্তর উপজেলায় ২৩ নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
এ সময় ২৩ জন প্রশিক্ষিত দুঃস্থ কর্মক্ষম নারীর মাঝে জন প্রতি ১৫ হাজার টাকার চেক ক্ষুদ্রঋণ হিসাবে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ২৩ জন প্রশিক্ষিত ঋণগ্রহণকারী নারীর উদ্দেশ্যে বলেন, ঋণ সামান্য হলেও সরকার আপনাদের মাঝে দিচ্ছে এই টাকা সঠিকভাবে কাজে লাগানোর জন্য। আত্মকর্মসংস্থানের জন্য আপনারা ঋণ পরিশোধ করে আবার ঋণ নিতে পারবেন। নারীরা পিছিয়ে আছে এটা ভেবে বসে থাকলে চলবে না, আপনাদেরই এগিয়ে যেতে হবে। সরকার আপনাদের পাশে আছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানায়, এ পর্যন্ত প্রশিক্ষিত ৩৯০ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ হিসাবে
৩৭ লক্ষ ৪৫ হাজার দেয়া হয়েছে। এই ঋণ আদায়ের হার ৯০% ভাগ।