
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিপিএল শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এবার সেই স্কোয়াডে ডাক পেলেন পেসার শফিউল ইসলাম এবং এবাদত হোসেন।
মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবাদত হোসেন
ইনজুরির কারণে স্কোয়াড থেকে পেসার তাসকিন আহমেদ ছিটকে পড়ায় এখন স্কোয়াড দাঁড়ালো ১৬ সদস্যের।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।
ওয়ানডে স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান এবং এবাদত হোসেন।