Home ব্যাংক-বীমা নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

55
0
SHARE

নিটল ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ের ‌‌’নিরাপদ অডিটোরিয়াম’-এ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান একেএম মনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক  নাঈমা হক।

বিজ্ঞাপন


মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানিটির চেয়ারম্যান একেএম মনিরুল হক ব্যবসায়িক সাফল্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মেসবাহ-উল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য সকলকে সর্বোত্তম প্রচেষ্টা দেয়ার জন্য উৎসাহিত করেন।

image_pdfimage_print