
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী মো. রেজওয়ানুল হক চৌধুরী বলেন, শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করা হয়েছে। ওরা ছাত্রলীগের জনপ্রিয়তায় ভীত হয়ে নির্বাচন থকে সরে গেছে।
সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলেও ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য দলের প্রার্থীরা বুজতে পারেন তারা পরাজয় বরণ করতে যাচ্ছে। তাই নিশ্চিত পরাজয় জেনেই তারা নির্বাচন থেকে সরে গেছে। ভোটে কোন কারচুপি হয়নি। সবই গুজব বলে মন্তব্য করেছেন শোভন।
এর আগে ডাকসুতে ভোট নিয়ে কারচুপির অভিযোগে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় রোকেয়া হল, সুফিয়া কামাল হল ও কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ। পরে অবশ্য আবার ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে নির্বাচন বাতিল করে পুনরায় তফশিল ঘোষণার দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভিসির ভবনের সামনে বিক্ষোভ করছেন।